করোনাভাইরাসের আবহেই মিডরেঞ্জ সেগমেন্টে আরও একটা নতুন ফোন আনতে চলেছে চিনের কোম্পানিটি। সব ঠিক থাকলে শীঘ্রই বাজারে আসবে Oppo A52। সম্প্রতি চায়না টেলিকম ওয়েবসাইটে এই ফোনের দাম ও ফিচার প্রকাশ্যে এসেছে।
Oppo A52 সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন
✓ জানা গিয়েছে 1 মে চিনে লঞ্চ হবে Oppo A52।
✓ সাদা, কালো ও বেগুনী রঙে এই ফোন পাওয়া যাবে।
✓ Oppo A52-তে থাকছে 6.5 ইঞ্চি ডিসপ্লে।
✓ এই ফোনে থাকছে FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে।
✓ ফোনের ভিতরে থাকবে Snapdragon 665v চিপসেট ।
✓ 8GB RAM ও 128GB স্টোরেজ।
✓ এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। 12+8+2+2 ।
✓ সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
✓ Oppo A52-এর ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি।
✓এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
✓ Oppo A52-এর সম্ভাব্য দাম শুরু হবে 1,799 ইউয়ান (প্রায় 19,500 টাকা) থেকে।(তথ্য চায়না টেলিকম ওয়েবসাইট থেকে ) ।