WB NEWS | যে খবর বাংলার কথা বলে Exit Reader Mode

৬২৪ বছরের ইতিহাসে এই প্রথমবার মাহেশের রথের চাকা গড়াবে না

জগন্নাথ দেবের মন্দিরের পাশে জি টি রোডের ওপরে দাঁড়িয়ে থাকল তিন তলা রথ। ৬২৪ বছরের ইতিহাসে এই প্রথমবার মাহেশের রথের চাকা গড়াবে না।

করোনার জন্য এবার ভক্ত সমাবেশ হবে না জানিয়ে দিয়েছে হুগলি জেলা প্রশাসন। ফলে মেলার মাঠে ভিড় ও নেই আর মেলা বসেনি। মাসির বাড়ির মাঠও ফাঁকা নেই মানুষের সমাগম । সেবাইতরা মাথায় করে নারায়ণ শীলা নিয়ে যাবেন।

সকাল থেকেই অনেকে আসছেন। মুখে মাস্ক পড়ে, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে রথের চাকায় মাথা ঠেকিয়ে প্রণাম সেরেছেন। মন্দির অবধি পৌছে গেছেন।

ফলে সকাল থেকে মুল মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। জগন্নাথ মন্দিরের মধ্যেই অস্থায়ী ভাবে তৈরি হয়েছে মাসির বাড়ি। মন্দিরের মধ্যে যে অস্থায়ী ভোগ ঘর রয়েছে তাতে রত্ন বেদী বানানো হয়েছে। আগামী ৮ দিন সেখানেই থাকবেন জগন্নাথ-বলরাম-সুভ্রদা।