ভারতের বাজারে দুটি স্মার্টফোন লঞ্চ হল চিনা কোম্পানি OPPO এর সাব ব্যান্ড RealMe । আজ দুপুর ১২ নাগাদ লঞ্চ হল নতুন স্মার্টফোন Realme 7 ও Realme 7 Pro ।
এক নজরে দেখে নিন Realme 7-এর দাম ও স্পেসিফিকেশন
✓ ডুয়াল সিম ।
✓ Android 10 অপারেটিং সিস্টেম ।
✓ এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে ।
✓ MediaTek Helio G95 প্রসেসর ।
✓ 6GB RAM ও 64GB স্টোরেজ।
✓ Realme 7-এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। [64+8+2+2]
✓ সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
✓ Realme 7-এ রয়েছে 5000 mAh ব্যাটারি।
✓ Realme 7-এ থাকছে ফিঙ্গার প্রিন্ট ।
✓ Realme 7-এর ৬ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ এর দাম ₹14,999 ও ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ এর দাম ₹16,999 টাকা ।
✓ ১০ ই সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট এ পাওয়া যাবে ।