28/10/2020

6000 mAh ব্যাটারির সাথে Realme ভারতে লঞ্চ করছে Realme C15,দেখে নিন এক নজরে

6000 mAh ব্যাটারির সাথে Realme ভারতে লঞ্চ করছে Realme C15,দেখে নিন এক নজরে

ভারতে ১৮ ই আগস্ট লঞ্চ হতে চলেছে 6000 mAh ব্যাটারি সহ চাইনিজ কম্পানি রিয়েলমির স্মার্টফোন Realme C15 । একই সাথে লঞ্চ হবে Realme C12 ।

এক নজরে দেখে নিন Realme C15-এর দাম ও স্পেসিফিকেশন

✓ ডুয়াল সিম ।
✓ Android 10 অপারেটিং সিস্টেম ।
✓ এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে ।
✓ MediaTek Helio G35 প্রসেসর ।
✓ 3GB RAM ও 64GB স্টোরেজ।
✓ Realme C15-এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। [13+8+2+2]
✓ সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
✓ Realme C15-এ রয়েছে 6000 mAh ব্যাটারি।
✓ Realme C15-এ আছে 18w ফাস্ট চার্জিং ।
✓ Realme C15-এ থাকছে ফিঙ্গার প্রিন্ট ।
✓ Realme C15 এর দাম 11,000 টাকা হতে পারে ।
✓ ১৮ ই আগস্ট দুপুর ১২ টা ৩০ মিনিটে ভিডিও বার্তায় মাধ্যমে লঞ্চ হবে । ওয়েব লিঙ্ক realme.com