09/10/2020

প্রকাশিত হল JEE Main পরীক্ষার ফলাফল,১০০ শতাংশ নম্বর পেয়ে পাশ ২৪ জন

প্রকাশিত হল JEE Main পরীক্ষার ফলাফল,১০০ শতাংশ নম্বর পেয়ে পাশ ২৪ জন

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স ফলাফলের রেজাল্ট। করোনার জেরে এই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বেশ কয়েক মাস পিছিয়ে যায়। সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া নিয়েও তীব্র আপত্তি ছিল অভিভাবক সংগঠন ও পড়ুয়াদের একাংশের। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ এর পর পরীক্ষা সংগঠিত করে কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রকের অধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

পরীক্ষায় প্রথম আড়াই লক্ষের মধ্যে যারা আসবেন, তারা জয়েন্ট অ্যাডভান্সে বসার সুযোগ পাবেন। এই পরীক্ষার স্কোর দিয়ে অবশ্য এনআইটি সহ বিভিন্ন কলেজে ভর্তির সুযোগও পাবেন প্রত্যাশীরা।

সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ৬ তারিখ অবধি পরীক্ষা হয়েছিল। ৮.৫৮ লক্ষ পড়ুয়া পরীক্ষার ফর্ম তুললেও ২.২৩ লাখ শেষ পর্যন্ত বসেননি জয়েন্ট মেইনে। ২৪ জন পড়ুয়া ১০০ পারসেন্টাইল পেয়েছেন। এদের মধ্যে মাত্র একজন মহিলা।

কীভাবে ফলাফল চেক করবেন-

✓ jeemain.nta.nic.in ওয়েবসাইটে যান।

✓ হোমপেজে View Result 2020 লেখা লিংক ক্লিক করুন

✓ লগ-ইন পেজ আসবে

✓ সেখানে আপনার ডিটেইলস ইনপুট করুন

✓ স্কোরকার্ড চলে আসবে স্ক্রিনে

✓ ডাউনলোড করে সেভ করে রাখুন ।