06/10/2020

মহালয়ার সকালে খুলছে না দক্ষিণেশ্বর মন্দির, জেনে নিন কখন খুলবে দক্ষিণেশ্বর মন্দির

মহালয়ার সকালে খুলছে না দক্ষিণেশ্বর মন্দির, জেনে নিন কখন খুলবে দক্ষিণেশ্বর মন্দির

মহালয়ার ভোরে সামাজিক দূরত্ব মেনেও খুলবে না দক্ষিণেশ্বর মন্দির ও তর্পণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণেশ্বর মন্দির কমিটি। মন্দিরের তরফে জানানো হল, মহালয়ার ভোরে সম্পূর্ণ বন্ধ থাকবে দক্ষিণেশ্বর। তবে দর্শনার্থীরা বেলা ৩ টে থেকে ৮ টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন।

গত ১৩ জুন থেকে দর্শনার্থীরা প্রবেশের অনুমতি পায় কিন্তু ভক্তরা পুজোয় ফুল দিতে পারতেন না। সিঁদুর, চরনামৃতও দেওয়া হত না দর্শনার্থীদের। বছরের অন্য সময় এভাবে নিয়ম মেনে চলা সম্ভব হলেও মহালয়ার দিন ভিড় এড়ানো সম্ভব হবে না বলেই মনে করছিল মন্দির কর্তৃপক্ষ।

সেই কারণেই এবছর মন্দিরের ঘাটগুলিতে তর্পণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, ১৮ সেপ্টেম্বর থেকে সকাল ৬:৩০ শে খুলবে দক্ষিণেশ্বর মন্দির আর বন্ধ হবে দুপুর ১২:৩০ মিনিটে। ওদিকে বিকেল ৩ ঘটিকায় খুলবে মায়ের মন্দির এবং বন্ধ হবে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে । তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেকের মাস্ক-স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক ।