28/10/2020

প্রবল বিক্ষোভের মধ্যেও ৩টি কৃষি বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতির, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র

প্রবল বিক্ষোভের মধ্যেও ৩টি কৃষি বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতির, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র

কৃষি বিল পাস করা নিয়ে দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন চাষিরা। রাষ্ট্রপতি জানিয়েছিলেন বিরোধীরাও। তিনটি কৃষি বিলেই অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তারপরই কেন্দ্র জারি করল নয়া তিন আইনের বিজ্ঞপ্তি ।

মোদী সরকারের দাবি, ‘কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন আইন’ ‘অত্যাবশ্যকীয় পণ্য (সংশোধনী) আইন’ এবং ‘কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন আইন’-এর ফলে দেশের চাষিরা আত্মনির্ভর হয়ে উঠবে।

বিরোধীদের দাবি, শিল্পপতি ও বেসরকারি সংস্থাকে পাইয়ে দিতে কৃষকদের ‘মৃত্যু পরোয়ানা’ নিয়ে এসেছে মোদী সরকার। তাঁদের অভিযোগ, ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে বিলে কোনও আশ্বাস দেওয়া হয়নি। ফলে ন্যূনতম সহায়ক মূল্যের থেকে কম দামে চাষিদের থেকে ফসল, আনাজ কিনতে পারবে বেসরকারি সংস্থাগুলি।


মোদী আশ্বাস দিয়েছেন, ন্যূনতম সহায়ক মূল্য বজায় থাকছে ও চালু থাকবে সরকারের তরফে সরাসরি চাষিদের থেকে কৃষিপণ্য কিনে নেওয়ার রীতিও। তাতে অবশ্য সন্তুষ্ট নন বিরোধীরা।

বিরোধীদের সাফ বক্তব্য, পৃথক একটি বিল এনে মোদী সরকারকে ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি নিশ্চিত করতে হবে। তাতে অবশ্য গুরুত্ব দেননি মোদী সরকার।