06/10/2020

মহালয়ার দিন থেকে দুর্গা পূজার সমস্ত দিনক্ষণ জেনে নিন এক নজরে

মহালয়ার দিন থেকে দুর্গা পূজার সমস্ত দিনক্ষণ জেনে নিন এক নজরে

এবারের পুজোটা অনেক আলাদা। আর এক সপ্তাহের মধ্যেই দেবী দুর্গার বোধন শুরু হচ্ছে না। শপিং মল থেকে শুরু করে নিউ মার্কেটের দোকান, গড়িয়াহাট মোড় অন্যবারের মতো গমগম করছে না। পুজোর জন্য যে এখনও অপেক্ষা করতে হবে এক মাসেরও বেশি সময়।

এক নজরে দেখে নিন পি এন বাগচি পঞ্জিকা মতে পূজার সমস্ত দিনক্ষণ

দেবীর আগমন : দেবী দুর্গার দোলায় আগমন। ফল – মড়ক।

ষষ্ঠী : ৪ কার্তিক (২১ অক্টোবর ২০২০) দুপুর ২ টো ৪৫ মিনিট ১ সেকেন্ডে ষষ্ঠী পড়বে। ৫ কার্তিক (২২ অক্টোবর ২০২০) দুপুর ১ টা ১২ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত ষষ্ঠী থাকবে।

সপ্তমী : ৫ কার্তিক (২২ অক্টোবর ২০২০) দুপুর ১ টা ১২ মিনিট ১১ সেকেন্ডে সপ্তমী পড়বে। ছাড়বে ৬ কার্তিক (২৩ অক্টোবর ২০২০) বেলা ১২ টা ৪ মিনিট ১৯ সেকেন্ডে।

অষ্টমী : ৬ কার্তিক (২৩ অক্টোবর ২০২০) বেলা ১২ টা ৪ মিনিট ২০ সেকেন্ডে অষ্টমী পড়বে। থাকবে ৭ কার্তিক (২৪ অক্টোবর ২০২০) সকাল ১১ টা ২২ মিনিট ৪১ সেকেন্ড পর্যন্ত।

সন্ধিপুজো : সন্ধিপুজো শুরু হবে ৭ কার্তিক (২৪ অক্টোবর ২০২০) সকাল ১০ টা ৫৮ মিনিট ৪১ সেকেন্ডে। শেষ হবে সকাল ১১ টা ৪৬ মিনিট ৪১ সেকেন্ডে।

নবমী : নবমী পড়বে ৭ কার্তিক (২৪ অক্টোবর ২০২০) সকাল ১১ টা ২২ মিনিট ৪২ সেকেন্ডে। ছাড়বে ৮ কার্তিক (২৫ অক্টোবর ২০২০) সকাল ১১ টা ১১ মিনিট ১৫ সেকেন্ডে পর্যন্ত।

দশমী : ৮ কার্তিক (২৫ অক্টোবর ২০২০) সকাল ১১ টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে দশমী পড়বে। থাকবে ৯ কার্তিক (২৬ অক্টোবর ২০২০) সকাল ১১ টা ৩০ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত।

দেবীর গমন : দেবী দুর্গার গজে গমন। ফল – শস্যপূর্ণ বসুন্ধরা।