20/09/2020

করোনা বিধিকে পরোয়া না করে গঙ্গার ধারে চলল তর্পণ

করোনা বিধিকে পরোয়া না করে গঙ্গার ধারে চলল তর্পণ

করোনার প্রকোপ এখনও শেষ হয়নি তার মধ্যেই মহালয়ার সকালে কলকাতার ঘাটে ঘাটে চলছে তর্পণ। অন্যবারের চেনা ভিড় অবশ্য অনেকটাই কম দেখা গেছে । পুলিশ-প্রশাসনের লাগাতার প্রচার সত্ত্বেও নেই মাস্ক নেই দূরত্ব বজায় ।

আজ মহালয়া , পূর্বপুরুষদের শ্রদ্ধাঞ্জলি জানাতে জাজেস ঘাট, বাবুঘাট, বাগবাজার ঘাট-সহ কলকাতার বিভিন্ন ঘাটে ভোর থেকেই ভিড় জমিয়েছেন মানুষ । করোনা আবহে সেই জনসমাগমের মাত্রা অনেকটাই কম।

শারীরিক দূরত্বের বিধিকে অনেকাংশেই বুড়ো আঙুল দেখানো হচ্ছে। প্রশাসনের ভ্রুকূটিতে মাস্ক পরে ঘাট চত্বরে প্রবেশ করলেও তারপর আর অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি। কারোর মুখে নেই মাস্ক আছে থুতনিতে মাস্ক ।

সেভাবেই গঙ্গার ঘাটে চলছে তর্পণ, ত্রোস্তপাঠ, পিতৃপুরুষের উদ্দেশ মন্ত্রোচ্চারণ। জাজেস ঘাট, বাবুঘাট, বাগবাজার ঘাট, আহিরিটোলা ঘাট থেকে সর্বত্র সেই ছবিটা এক। মাইকিং করে পুলিশের তরফে করোনা সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হলেও তাতে কার্যত ভ্রূক্ষেপের কোনও বালাই নেই । নজরদারিতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।