প্রতি রবিবার জলসার বাইরে অগুনতি ভক্তদের সঙ্গে দেখা করতেন অমিতাভ বচ্চন। কিন্তু করোনার জেরে এখন সেই নিয়মে সাময়িক ছেদ পড়েছে।
তাই আপতত অনলাইলেন ফ্যানেদের সঙ্গে আলাপচারিতা সারছেন বিগ বি। নিজের ইনস্টাগ্রামে পোস্টে ফ্যানেদের কমেন্টের জবাব দিচ্ছেন শাহেনশা।
সম্প্রতি অমিতাভের এক পোস্টে এক বচ্চন ভক্তের প্রশ্ন, স্যার আপনি কি কখনও দেশের প্রধানমন্ত্রী হতে চান?
জবাবে মজাদার উত্তর দেন এই বর্ষীয়ান অভিনেতা। তিনি লেখেন, ‘আরে ভাই সকাল সকাল শুভ কথাবার্তা বল’।
জানেন কি
রাজনীতিতে অমিতাভের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়, এমনটা বলা যেতেই পারে। ১৯৮৪ সালে কংগ্রেসের টিকিটে নিজের জন্মভূমি এলাহাবাদ (বর্তমানে প্রয়াগরাজ) থেকে লোকসভা নির্বাচনে লড়াই করে ছিলেন অমিতাভ। ব্যাপক ভোটে জয়ী হন বিগ বি।
কিন্তু মাত্র তিন বছর পরেই নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দেন অমিতাভ বচ্চন। এবং রাজনীতিকে ‘নোংরা জয়গা’ বলে মন্তব্য করেন।