32 ইঞ্চি ও 43 ইঞ্চিতে লঞ্চ করল Realme Smart TV দেখে নিন এক নজরে
অবশেষে স্মার্ট টিভিত দুনিয়ায় প্রবেশ করল Realme। সপ্তাহের শুরুতেই লঞ্চ হল Realme Smart TV। 32 ইঞ্চি ও 43 ইঞ্চি ডিসপ্লের দুটি স্মার্ট টিভি লঞ্চ করেছে চিনের সংস্থাটি।
ভারতে Xiaomi সহ বিভিন্ন বাজেট স্মার্ট টিভি কোম্পানির সামনে প্রতিযোগিতার সম্মুখীন হবে Realme Smart TV।
এক নজরে দেখে নিন Realme Smart TV স্পেসিফিকেশন
✓ 32 ইঞ্চি ও 43 ইঞ্চি ডিসপ্লে সহ পাওয়া যাবে Realme Smart TV।
✓ 32 ইঞ্চি টিভিতে থাকবে HD Ready Regulation ।
✓ 43 ইঞ্চি টিভিতে থাকবে Full HD Resolution ।
✓ ডিসপ্লে সাইজ ও রেসোলিউশন ছাড়া দুটি টিভিতে অন্য কোন পার্থক্য থাকছে না।
✓ এই টিভিতে অ্যানড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম চলবে।
✓ থাকছে Netflix, Amazon Prime Video ও YouTube সাপোর্ট।
✓ 400 নিটস ব্রাইটনেসের এই টিভিতে থাকছে HDR10 সাপোর্ট।
✓ টিভির ভিতরে রয়েছে MediaTek MSD6683 প্রসেসর ।
✓ থাকছে 1GB RAM ও 8GB স্টোরেজ।
✓ এই টিভিতে থাকছে চারটি স্পিকার।
✓ মোট 24W আউটপুট পাওয়া যাবে।
✓ থাকছে দুটি ফুল রেঞ্জ ড্রাইভার ও দুটি টুইটার।
✓ থাকছে Dolby Audio ও Bluetooth 5.0 সাপোর্ট।
✓ 32 ইঞ্চি ভেরিয়েন্টে Realme Smart TV’র দাম 12,999 টাকা।
✓ 43 ইঞ্চি ভেরিয়েন্টে এই টিভি কিনতে 21,999 টাকা খরচ হবে।
✓ 2 জুন দুপুর 12 টায় এই টিভি বিক্রি শুরু করবে Realme।
✓ Flipkart ও Realme.com থেকে এই টিভি পাওয়া যাবে।