মদের দোকানে ভিড় এড়াতে ই-টোকেন চালু করল দিল্লি সরকার ; জানুন বিস্তারিত

মদের দোকানে ভিড় এড়াতে ই-টোকেন চালু করল দিল্লি সরকার ; জানুন বিস্তারিত

ভিড়, হুড়োহুড়ি সামাল দিতে নাজেহাল হয়ে যায় প্রশাসন। তাই এবার সেই পরিস্থিতি ঠেকাতে নতুন উদ্যোগ দিল্লি সরকারের। এবার দোকানে মানুষের জমায়েত রুখতে ই-টোকেন চালু করল আপ সরকার।

এই ব্যবস্থায় ক্রেতাদের আগে থেকে অনলাইনে টোকেন নিতে হবে, যেখানে দেওয়া থাকবে নির্ধারিত সময়। টোকেনে দেওয়া সেই সময় অনুযায়ী দোকানে গিয়ে মদ কিনতে পারবে ক্রেতারা।

কীভাবে কিনবেন টোকেন –

✓ এই লিঙ্কে ক্লিক করুন । লিঙ্ক
✓ নিজের এলাকার দোকানে নির্দিষ্ট সময়ে অ‌্যাপয়েন্টমেন্ট নিতে হবে ।
✓ এখনে নিজের নাম আর মোবাইল নম্বর দিতে হবে ক্রেতাদের।
✓ এবার আপনার দেওয়া মোবাইল নম্বরে QR কোড-সহ ই-টোকেন চলে আসবে।
✓ নির্দিষ্ট সময়ে দোকানে গিয়ে মোবাইলে আসা সেই কুপন ও পরিচয়পত্র দেখিয়ে মদ কিনতে পারবেন আর লম্বা লাইনে দাঁড়াতেও হবে না।

দিল্লি সরকারের দাবি, ই-টোকেনের ফলে মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখবেন। একই সঙ্গে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না।

কারণ, টোকেনে দেওয়া নির্ধারিত সময়ে দোকানে গেলেই ক্রেতা মদ কিনতে পারবেন, অন্যথা নয়। ইতিমধ্যেই দিল্লিতে অতিরিক্ত ৭০ শতাংশ ‘স্পেশাল করোনা ফি’ বসানো হয় মদের দামে।

দোকানে ভিড় নিয়ন্ত্রণ করা থেকে আয় বাড়ানো দুইই ছিল কেজরিওয়াল সরকারের লক্ষ্য।