তেলেনিপাড়ার ঘটনায় লকেট-অর্জুনের বিরুদ্ধে দায়ের মামলা রুজু করল পুলিশ

তেলেনিপাড়ার ঘটনায় লকেট-অর্জুনের বিরুদ্ধে দায়ের মামলা রুজু করল পুলিশ

হুগলি জেলার সাম্প্রদায়িক সংঘর্ষ কবলিত তেলেনিপাড়ায় ঢোকার চেষ্টা করায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। আগামী ২২ মে তাদের তদন্তকারীদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে।
Arjun Singh and locket Chatterjee
চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে,দুই সাংসদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ৪৮৬, ৪৬৯, ৫০৫(২) ও ১২০ বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগে সরব হয়েছে বিজেপি।

লকডাউন না মানা নিয়ে গত রবিবার ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধে। অভিযোগ পুলিশের সামনেই একাধিক বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করা হয়।

ঘটনায় ভদ্রেশ্বর থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে। ১ সপ্তাহে গ্রেফতার করা হয়েছে ১০০-র বেশি দাঙ্গাকারীকে।

ওই ঘটনায় প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।