5G সাপোর্ট এর সাথে লঞ্চ হল Huawei P40 Lite 5G এক ঝলকে দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

5G সাপোর্ট এর সাথে লঞ্চ হল Huawei P40 Lite 5G এক ঝলকে দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

অবশেষে লঞ্চ হল Huawei P40 Lite 5G। আপাতত ইউরোপে এই ফোন নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। থাকছে অক্টা-কোর প্রসেসর সহ Kirin 820 চিপসেট ও কোয়াড ক্যামেরা।
Huawei P40 Lite 5G
সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Huawei Nova 7 SE 5G। সেই ফোনের নাম বদলে ইউরোপের বাজারে লঞ্চ হল Huawei P40 Lite 5G।

এক ঝলকে দেখে নিন Huawei P40 Lite 5G স্পেসিফিকেশন
✓ Android 10 অপারেটিং সিস্টেম ।
✓ Huawei P40 Lite 5G-তে 6.5 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে রয়েছে।
✓ ফোনের ভিতরে রয়েছে Kirin 820 চিপসেট ।
✓ 8GB RAM ও 256GB স্টোরেজ।
✓ এই ফোনে রয়েছে চারটি ক্যামেরা । এই ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
✓ সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
✓ এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
✓ Huawei P40 Lite 5G-র ওজন 189 গ্রাম।
✓ 4000mAh ব্যাটারি আছে ।
✓ Huawei P40 Lite 5G’র দাম 399 ইউরো(34,000 টাকা)।
✓ ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।
✓ 28 মে বিক্রি শুরু হবে।
✓ কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ফোন প্রি-অর্ডার করলে একটি Huawei FreeBuds 3i বিনামূল্যে পাওয়া যাবে।