আরোগ্য সেতু অ্যাপের নয়া রেকর্ড মাত্র তিন মাসে ডাউনলোড হয়েছে ১০ কোটি বার

আরোগ্য সেতু অ্যাপের নয়া রেকর্ড মাত্র তিন মাসে ডাউনলোড হয়েছে ১০ কোটি বার

ভারত সরকারের অন্যতম অ্যাপ আরোগ্য সেতু যা covid-19 সম্পর্কে তথ্য দিয়ে থাকে । এখনও পর্যন্ত কমদিনে বিশ্বের সবথেকে বেশি ডাউনলোডেড অ্যাপগুলির মধ্যে প্রথমেই জায়গা পাকা করে নিল এই দেশি অ্যাপ আরোগ্য সেতু ।

সেন্সর টাওয়ার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে জানা গিয়েছে যে এখনও পর্যন্ত ১০০ মিলিয়ন এর বেশি অর্থাৎ প্রায় ১০ কোটি বেশি ডাউনলোড হয়েছে আরোগ্যা সেতুর। ১লা এপ্রিল থেকে যাত্রা শুরু করেছে আরোগ্য সেতু অ্যাপটি ।
আরোগ্য সেতু অ্যাপের নয়া রেকর্ড মাত্র তিন মাসে ডাউনলোড হয়েছে ১০ কোটি বার
রিপোর্ট অনুযায়ী আরোগ্য সেতু অ্যাপটি শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের মানুষই ব্যবহার করছেন ভারতীয় Covid-19 ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু।

করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই ‘‌Aarogya Setu’‌ অ্যাপ এনেছে কেন্দ্র। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারবেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কতটা আশঙ্কা রয়েছে। কাছাকাছি থাকা কোন বেক্তি আক্রান্ত কিনা তার রিপোর্ট দেবে আরোগ্য সেতু অ্যাপটি ।

আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড লিঙ্ক