পাকিস্তানি ড্রোনকে জম্মু-কাশ্মীরে গুলি করে নামাল BSF, উদ্ধার অস্ত্রসস্ত্র

পাকিস্তানি ড্রোনকে জম্মু-কাশ্মীরে গুলি করে নামাল BSF, উদ্ধার অস্ত্রসস্ত্র

শনিবার সকাল ৫.১০ নাগাদ জম্মু ও কাশ্মীরের হিরানগর সেক্টরে রাঠুয়াতে ড্রোনটি ওড়াতে গিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। কাঠুয়া পুলিশ কন্ট্রোল রুমের অধিকর্তা জানিয়েছেন যে একজন বিএসএফ প্যাট্রোল ড্রোনটিকে গুলি করে নামান। একটি মাঠে গিয়ে পড়ে ড্রোনটি।

এখনও পর্যন্ত বিএসএফ কোনও বিবৃতি দেয়নি এই বিষয়ে। ভারতীয় সেনা কোথায় কোথায় মোতায়েন আছে ও ফাঁকফোকর দিয়ে কীভাবে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দেওয়া যায়, তার জন্যেই এই ড্রোনগুলি ব্যবহার করে পাকিস্তানের রেঞ্জার ও পাকিস্তান সেনা।


“ড্রোনটি মোটামুটি ৮ ফুট চওড়া এবং অনুমান করা হচ্ছে যে কাঠুয়া সেক্টরে বিএসএফের সেনা ছাউনির উল্টোদিকেই পাকিস্তানি ভূখণ্ড থেকে সেটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল”, এই কথাও বলেন ওই পুলিশ কর্তা।

ওই পাকিস্তানি ড্রোনের ভেতর থেকে একটি এম-৪ আমেরিকায় তৈরি রাইফেল, ২টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড বুলেট এবং সাতটি গ্রেনেড উদ্ধার হয়েছে বলে জানা গেছে।