22/09/2020

বাণিজ্যিক ধসের মধ্যেও কর্মী ছাঁটাই করবে না জানাল TCS

বাণিজ্যিক ধসের মধ্যেও কর্মী ছাঁটাই করবে না জানাল TCS

বর্তমান পরিস্থিতিতে যখন বিশ্বজুড়ে অর্থনৈতিক টালমাটাল পুরোদস্তুর শুরু হয়ে গিয়েছে, সেই সময় টাটা কনসাল্টেন্সি সার্ভিস-এর (TCS) তরফে জানিয়ে দেওয়া হল, এই বছর কর্মীদের কোনও বেতন বৃদ্ধি হবে না। তবে সেই সঙ্গে এখনই কোনও কর্মী ছাঁটাইয়ের কথা ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন সংস্থার সিইও তথা এমডি রাজেশ গোপীনাথন।

TCS
অন্য দিকে, সংস্থার তরফে ঘোষিত চলতি বছরের সমস্ত ক্যাম্পাস অফার বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন । TCS-এর ইভিপি ও আন্তর্জাতিক এইচআর প্রধান মিলিন্দ লক্কড়। তাঁর দাবি, চলতি বছরে মোট ৪০,০০০ ক্যাম্পাস অফার ঘোষণা করা হয়েছিল এ বছরের জন্য। দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের মধ্যভাগের মধ্যে তাদের শিক্ষাবর্ষ সম্পূর্ণ করবে বলে তার পর থেকে বছরের শেষ পর্যন্ত TCS-এর অন-বোর্ডিং ট্রেনিদের প্রশিক্ষণ শিবির চালু হবে বলে জানিয়েছেন লক্কড়।