‘বিক্রি আছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’, টাকা খরচ হবে করোনা-চিকিৎসায়’, ‘আপত্তিকর’ বিজ্ঞাপন OLX এ
অনলাইন শপিং অ্যাপে বিক্রির তালিকায় হঠাৎই দেখা যায় সর্দার বল্লভ ভাই পটেলের সুউচ্চ মূর্তিটি। দাম হাঁকা হয়েছিল ৩০ হাজার কোটি!
ঘটনা ঘটল গুজরাতে। বিক্রি আছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’। এমনই বিজ্ঞাপন বের হল পুরনো জিনিস বিক্রি করার একটি অ্যাপে। ওএলএক্স অনলাইন শপিং অ্যাপে OLX বিক্রির তালিকায় হঠাৎই দেখা যায় সর্দার বল্লভভাই পটেলের সুউচ্চ মূর্তিটি। দাম হাঁকা হয়েছিল ৩০ হাজার কোটি!
সেখানে উল্লেখ ছিল, বিক্রির এই টাকা খরচ হবে কোভিড-১৯ ঠেকানোর কাজে। এই টাকায় কেনা হবে চিকিৎসার সরঞ্জাম ও ওষুধ। কী লেখাছিল বিক্রির বিজ্ঞপ্তিতে?
“ হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবার জন্য জরুরি ভিত্তিতে বিক্রি আছে ‘স্ট্যাচু অফ ইউনিটি।’ ’’
খবরটি স্থানীয় এক সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরই চোখে পড়ে স্ট্যাচু—কর্তৃপক্ষের।
তারপর পুলিশকে ওই অজানা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানানো হয়। তারপরই সাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়।
কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি সরকারের মানহানি করার অসৎ উদ্দেশ্যেই এই কাজ করেছে। সেই সঙ্গে না দেখেশুনে হুবহু ওই বিজ্ঞাপন প্রকাশ করায় OLX কর্তৃপক্ষেরও নিন্দা করা হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (গুজব ছড়ানো) সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। অজানা ব্যক্তির খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।