25/09/2020

Aajtak টিভিতে বিতর্কে অংশ নেবার এক ঘন্টা পরেই আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হয় কংগ্রেসের মুখপাত্র রাজীব ত্যাগীর

Aajtak টিভিতে বিতর্কে অংশ নেবার এক ঘন্টা পরেই আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হয় কংগ্রেসের মুখপাত্র রাজীব ত্যাগীর

Aajtak নিউজ চ্যানেলে বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত রাজীব ত্যাগী বেঙ্গালুরু দাঙ্গা নিয়ে টিভিতে বিতর্কে অংশ নিয়েছিলেন। কিন্তু তারপরেই আচমকা হার্ট অ্যাটাক হয়। এর পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগী ।

রাজীব ত্যাগী ছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নিবাসী ও কংগ্রেসের জাতীয় মুখপাত্র । একই সঙ্গে উত্তরপ্রদেশের দলের মিডিয়ার দায়িত্বে ছিলেন রাজীব ত্যগী। হিন্দি চ্যানেলগুলিতে প্রায়ই আসতেন । রাজীব ত্যাগির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদরা।


সাতটার সময় মৃত্যু হয় রাজীব ত্যাগীর । রাজীব ত্যাগীর মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছে কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল। তাঁর শোকবার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে এটা অপূরণীয় ক্ষতি হল দলের । দলের স্বার্থ পুরোপুরি রাজীব দায়বদ্ধ ছিলেন বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী।