25/09/2020

IPLএ বড় ধাক্কা , রিপোর্ট বলছে VIVO টাইটেল স্পনসর হারাতে চলেছে BCCI

IPLএ বড় ধাক্কা , রিপোর্ট বলছে VIVO টাইটেল স্পনসর হারাতে চলেছে BCCI

চাপের মুখে শেষমেশ IPL 2020 টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়ানোর পথে Vivo। গত রবিবার IPL-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে, Vivo-র সঙ্গে চুক্তি আগের মতো থাকবে এই আইপিএল সিজনে ।

ঘোষণার পর থেকেই তারপরই সোশ্যাল মিডিয়ায় BCCI-এর প্রতি তীব্র ক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন ভারতের ক্রিকেট প্রেমীরা। নিজেদের পরিষ্কার ভাবমূর্তি রাখতে সরে যেতে চাইছে আইপিএলের টাইটেল স্পনসর চিনা সংস্থা ভিভো (Vivo)।
IPLএ বড় ধাক্কা , রিপোর্ট বলছে VIVO টাইটেল স্পনসর হারাতে চলেছে BCCI
সংবাদ মাধ্যম সূত্রের খবর, BCCI-এর কাছে Vivo দাবি করেছিল যে,এই বছর ৩০-৪০ শতাংশ দর কমানোর জন্যে কিন্তুু BCCI পুরানো চুক্তি থেকে সরে যাবে না বলে স্পষ্ট জানায় । ভারতীয় বোর্ডের তরফে চিনা ওই সংস্থাকে জানানো হয়, চুক্তি এখনও রয়েছে। চুক্তিবদ্ধ অবস্থায়, তার বাইরে গিয়ে দর কমানো আসলে আইন বিরোধী, এ কথাও Vivo-কে জানায় BCCI।

এরপরই চলতি বছরের IPL-এর টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করা হয় ওই চিনা সংস্থা ভিভো র তরফে।

জানা গেছে বোর্ডের কর্তাদের মূল চিন্তা হচ্ছে, ভিভো সরে গেলে কোন সংস্থা IPL টাইটেল স্পনসর হবে? আপাতত সে বিষয়টি নিয়েই মাথা ঘামাচ্ছেন তাঁরা । আগামী ২৪ ঘণ্টায় সরকারিভাবে সে বিষয়ে ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।