01/10/2020

প্রয়াত হলেন বিস্ক ফার্মের কর্ণধার কৃষ্ণদাস পাল, বয়স হয়েছিল ৮০ বছর

প্রয়াত হলেন বিস্ক ফার্মের কর্ণধার কৃষ্ণদাস পাল, বয়স হয়েছিল ৮০ বছর

প্রয়াত হলেন বিস্ক ফার্ম কোম্পানির কর্ণধার কৃষ্ণদাস পাল । সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বেকারির জগতে নাম করা সংস্থা বিস্ক ফার্ম । শুধু তৈরি নয়, মানুষের মনে গেঁথে গেছে এই ব্র্যান্ডটি। ২০০০ সালে পথ চলা এই কোম্পানির। এই ২০ বছরে বেকারি শিল্পে সারা দেশে বিস্কফার্মের জনপ্রিয়তা তুলনাহীন। কোম্পানির মোট কর্মী সংখ্যা প্রায় ৩৫০০। কেডি পালের পুত্র অর্পণ পাল বর্তমানে কোম্পানির জয়েন্ট ডিরেক্টর।
প্রয়াত হলেন বিস্ক ফার্মের কর্ণধার কৃষ্ণদাস পাল, বয়স হয়েছিল ৮০ বছর
পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে বিস্ক ফার্মের ব্যাপ্তি। দক্ষিণ, মধ্য ও উত্তর ভারতেও ক্রমেই জায়গা করে নিচ্ছে এই কোম্পানির দ্রব্য। দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ার লক্ষ নিয়ে এগোচ্ছে বিস্ক ফার্ম।

বিস্কুট ছাড়াও কেক, কুকিস, ওয়েফার, স্ন্যাক্স-সহ শতাধিক জিনিস তৈরি করে এই কোম্পানি। পূর্ব ভারতের বাণিজ্যের ১৫ শতাংশ বাজার ধরে রেখেছে এরাই। এদের ১২০০ কোটিরও বেশি টাকার ব্যবসা। এই ব্র্যান্ডের দ্য টপ, গুগলি, স্পাইসি, জাস্ট জিনজার, বুরবোঁ, চিজ ক্রিম বাজারে খুব জনপ্রিয়।