06/10/2020

বকরি ঈদ ও রাখি পূর্ণিমার কথা মাথায় রেখে রাজ্যে ২ ও ৯ আগস্ট হচ্ছে না লকডাউন

বকরি ঈদ ও রাখি পূর্ণিমার কথা মাথায় রেখে রাজ্যে ২ ও ৯ আগস্ট হচ্ছে না লকডাউন

মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহে দু’দিনের যে তালিকা দেন, রাতের মধ্যেই তা কিছুটা পরিবর্তন করা হয়েছে। পূর্ব ঘোষণা মতো,আগস্ট মাসে লকডাউন হওয়ার কথা ছিল ২,৫, ৮,৯,১৬,১৭,২২,২৩ এবং ২৪ ও ৩১ শে আগস্ট ।
বকরি ঈদ ও রাখি পূর্ণিমার কথা মাথায় রেখে রাজ্যে ২ ও ৯ আগস্ট হচ্ছে না লকডাউন
কিন্তু এদিন রাতেই ট্যুইট করে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ধার্মিক অনুষ্ঠানের কথা মাথায় রেখে, সাধারণ মানুষের দিক গুরুত্ব দিয়ে বিচার করে ২ ও ৯ আগস্ট হচ্ছে না লকডাউন। বাকি দিনগুলি অপরিবর্তীত থাকছে।
বকরি ঈদ ও রাখি পূর্ণিমার কথা মাথায় রেখে রাজ্যে ২ ও ৯ আগস্ট হচ্ছে না লকডাউন

এক নজরে দেখে নিন আগস্টে কবে কবে রাজ্যে লকডাউন থাকছে

✓ ৫ আগস্ট (বুধবার)
✓ ৮ আগস্ট (শনিবার)
✓ ১৬ আগস্ট (রবিবার)
✓ ১৭ আগস্ট (সোমবার)
✓ ২৩ আগস্ট (রবিবার)
✓ ২৪ আগস্ট (সোমবার)
✓ ৩১ আগস্ট (সোমবার)

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্কুল-কলেজ খোলার এখনও কোনও সুনির্দিষ্ট ভাবনা নেওয়া হয়নি। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তাহলে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকে থেকে পুজো পর্যন্ত নিয়ম মেনে একদিন অন্তর স্কুল কলেজ খোলার কথা বিবেচনা করা হবে। কিন্তু সে বিষয় নির্ভর করবে করোনার পরিস্থিতির উপর।