একগুচ্ছ পরিষেবা নিয়ে প্রস্তুত হয়ে গেল কলকাতা মেট্রো অ্যাপ, জানুন বিস্তরে

কলকাতার মেট্রো যাত্রীদের জন্যে এবার সুবিধা এসে গেল । মেট্রো ভবনের দুই আধিকারিকই বানিয়ে ফেললেন অ্যাপ। আগে যে অ্যাপ তৈরি করতেন বেসরকারি কোনও সংস্থা বা CRIS। শনিবার থেকেই গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই মেট্রো রেল অ্যাপ।
করোনা পরবর্তী পরিস্থিতিতে মেট্রো পরিষেবা কেমন হবে ,কবে নাগাদ চলবে তা এখনও নির্দিষ্ট করে জানাতে পারেনি কেউই। আপাতত স্থগিত থাকবে মেট্রো পরিষেবা।
মেট্রো রেলের আধিকারিকদের তৈরি করে এই অ্যাপে থাকছে সময় সারণী। নোয়াপাড়া থেকে কবি সুভাষ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেন চলার সময় দেওয়া আছে।
এই অ্যাপে মোট ১৮ টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ।
যার মধ্যে থাকছে,
✓ প্যাসেঞ্জার সার্ভিস আপডেট,
✓ স্টেশন ইনফরমেশন,
✓ ট্রেনের সময় সারণী,
✓ ফেয়ার স্ট্রাকচার,
✓ ইনস্ট্রাকশনস ফর প্যাসেঞ্জার,
✓ সিকিউরিটি চেক,
✓ এস্ক্যালেটর ব্যবহার,
✓ লিফট ব্যবহার,
✓ প্ল্যাটফর্মে কি কি করবেন,
✓ ট্রেনের মধ্যের অবস্থা,
✓ মেট্রোয় কোন কোন জিনিষ নিষেধ,
✓ অপরাধ ও জরিমানা ,
✓ টেন্ডার প্রক্রিয়া ।
দেশের রেলের বিভিন্ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দেখা যাবে এই অ্যাপ থেকে। এর পাশাপাশি যাত্রীদের জন্যে একাধিক সুবিধা থাকছে। এতে থাকছে অনলাইন রিচার্জ করার ব্যবস্থা । যাঁরা মেট্রোর স্মার্ট কার্ড ব্যবহার করেন তাঁরা এই অ্যাপ থেকে সুবিধা পাবেন।
গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে না । আপাতত ওয়েবসাইট মারফত অ্যাপ কাজ করছে।
অ্যাপ ডাউনলোড লিঙ্ক Via ওয়েব
কিভাবে ডাউনলোড করবেন ও ব্যাবহার করবেন Official Kolkata Metro App
✓ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করুন ।
> Official Link
✓ METRO RAILWAY OFFICIAL MOBILE APP. বটনে ক্লিক করুন ।
✓ এরপর আপনার গুগল ড্রাইভ সেলেক্ট করুন ও অ্যাপটি ডাউনলোড করুন ।
✓ অ্যাপটি ব্যাবহার করুন ।