13/10/2020

CBI এর হাতে সুশান্ত মৃত্যু তদন্ত যাবার পরই রিয়া চক্রবর্তীকে শুক্রবার ডেকে পাঠালো ED

CBI এর হাতে সুশান্ত মৃত্যু তদন্ত যাবার পরই রিয়া চক্রবর্তীকে শুক্রবার ডেকে পাঠালো ED

সুশান্তের মৃত্যু তদন্তকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর হাতে তুলে দিল কেন্দ্র আর তার ঠিক পরেই অপর কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED) সমন পাঠালো রিয়া চক্রবর্তীর কাছে।

CBI এর হাতে সুশান্ত মৃত্যু তদন্ত যাবার পরই রিয়া চক্রবর্তীকে শুক্রবার ডেকে পাঠালো ED
শুক্রবার সকাল ১১টায় ইডির দফতরে হাজিরা দেবার সমন পাঠালো রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড রিয়ার বিরুদ্ধে ১৫ কোটি টাকা তছরূপের অভিযোগ এনেছে সুশান্তের পরিবার। সুশান্ত সিং রাজপুতের প্রতিষ্ঠিত দুটি সংস্থার ডিরেক্টারের পদেও রয়েছেন রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। এই সংস্থাগুলির আর্থিক লেনদেন খতিয়ে দেখছে ইডি।


গত মঙ্গলবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহার পুলিশের কাছে এফআইআর দায়ের খবর প্রকাশ হবার পর থেকেই ‘নিখোঁজ রিয়া’। অজানা এক লোকেশন থেকে গত বুধবার একটি ২০ সেকেন্ডের ভিডিয়ো বার্তা প্রকাশ করেন রিয়া।

বিহার পুলিশেরে ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে বুধবারও সংবাদমাধ্যমকে জানান রিয়ার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ বিহার পুলিশ,তিনি ‘পলাতক’।

এদিন সুপ্রিম কোর্টে রিয়ার আইনজীবী তাঁর মক্কেলকে সুরক্ষাকবচ দেওয়ার আবেদন জানালে সেটিও খারিজ হয়ে যায়।আদালত জানিয়েছে আপতত মুম্বই ও বিহার পুলিশ উভয়পক্ষই এই মামলার তদন্ত চালাচ্ছে।

তবে আপতত আনুষ্ঠানিকভাবে এই মামলার তদন্ত গ্রহণ করেছে সিবিআই। সূত্রের খবর আজ রাত কিংবা বৃহস্পতিবার ভোরেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এফআইআর দায়ের করবে সিবিআই।