01/10/2020

কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি হওয়ার আগের দিন পাকিস্থানের নয়া মানচিত্র প্রকাশ ইমরান খানের

কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি হওয়ার আগের দিন পাকিস্থানের নয়া মানচিত্র প্রকাশ ইমরান খানের

কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি হওয়ার আগের দিন একটি মানচিত্র প্রকাশ করে ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । নতুন ম্যাপে কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে নয়া মানচিত্র প্রকাশ করেন ইমরান খান।

কিছুদিন আগেই নেপালের কেপি শর্মা অলি তিনটি ভারতীয় ভূখণ্ডকে নেপালের অন্তর্ভুক্ত করে, নিজেদের মতো নয়া মানচিত্র প্রকাশ করে। সেই দেখে পাকিস্থান পিছিয়ে না থেকে এবার নেপালের পথ অনুসরণ করে ইমরান খান সরকার গোটা কাশ্মীরকে পাকিস্তানের ম্যাপের সঙ্গে জুড়ে সংঘাতের পথে এককদম এগিয়ে এলেন ।
কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি হওয়ার আগের দিন পাকিস্থানের নয়া মানচিত্র প্রকাশ ইমরান খানের
৫ ই আগস্ট ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রথম বর্ষপূর্তি । আবার ওই দিনই অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজনের জন্যে দিনটিই বেছে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেই বর্ষপূর্তির আগের দিনেই নয়া মানচিত্র প্রকাশ করে, বিরোধ বাড়াল পাকিস্তান।

ইমরান খান নিজে হাতে মঙ্গলবার বিতর্কিত মানচিত্রের আনুষ্ঠানিক প্রকাশ করেন। ইমরান বলেন,’আজই আমরা পাকিস্তানের নতুন ম্যাপ বিশ্বের সামনে আনছি। পাকিস্তানের মন্ত্রিসভা ছাড়াও বিরোধী দল এমনকী কাশ্মীরি নেতৃত্বেরও এতে সমর্থন রয়েছে। নয়া মানচিত্র পাকিস্তানের মানুষের আশা ও বিশ্বাসকে সমর্থন করে।’
screenshot of new Pakistan map
পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, নয়া মানচিত্রে কাশ্মীর এবং তার জনগণের উপর ভারতের ‘অবৈধ দাবি’কে চ্যালেঞ্জ জানানো হয়েছে। কুরেশির কথায়, ‘এই মানচিত্র নিয়ে পাকিস্তান সরকার এতদিন বন্ধ দরজার পিছনে কথা বলেছে।

আজ, আমাদের সরকার সেই মানচিত্র গোটা বিশ্বের সামনে প্রকাশ করেছে। পাকিস্তান কোথায় দাঁড়িয়ে আছে, তা দেখিয়েছে।’

নয়া মানচিত্র প্রকাশ করাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে জানিয়ে ইমরান খান বলেন যে এবার থেকে স্কুল, কলেজে এটিই পড়ানো হবে। তিনি বলেন যে তাঁরা রাজনৈতিক ভাবেই এই সংগ্রাম লড়তে চান, তার জন্যেই এই নয়া মানচিত্র।