অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়ারা থানায় FIR দায়ের করতে চলেছেন পায়েল ঘোষ
আবার বলিউডে দাগ লাগতে চলেছে ! যৌণ হেনস্থা কেলেঙ্কারি তে নাম জড়ালো পরিচালক অনুরাগ কাশ্যপের । জানা যাচ্ছে, মুম্বইয়ের ওশিওয়ারা থানায় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে FIR দায়ের করতে চলেছেন পায়েল।
অভিনেত্রী পায়েলের আইনজীবী নীতিন সতপুতে একটি বিবৃতি জারি করে বলেছেন, ” ২০১৫ সালে অনুরাগের বাড়িতে পায়েল ঘোষের শ্লীলতাহানি করা হয়েছিল এবং তাঁর সঙ্গে নোংরা ব্যবহার করা হয়েছিল। এবিষয়ে কাগজপত্র তৈরি করা হচ্ছে। ২১ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করা হবে।”
@anuragkashyap72 has forced himself on me and extremely badly. @PMOIndia @narendramodi ji, kindly take action and let the country see the demon behind this creative guy. I am aware that it can harm me and my security is at risk. Pls help! https://t.co/1q6BYsZpyx
— Payal Ghosh (@iampayalghosh) September 19, 2020
শনিবারের টুইটে পায়েল ঘোষ লিখেছিলেন, ”অনুরাগ তাঁর উপর নিজেকে খুব খারাপ ভাবে চাপিয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দয়া করে এনার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই শিল্পী মানুষটির চেহারের ভিতরে কত বড় দানব রয়েছে তা গোটা দেশ দেখুক। আমি জানি, এতে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই সাহায্য চাইছি।”
জানা গেছে,পরিচালকের বিরুদ্ধে সরব হওয়ার পর পায়েল ঘোষ পাশে পেয়েছেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।