সাধ্যের মধ্যেই 5G ফোন লঞ্চ করল Realme X50m 5G
X50 সিরিজে আরও একটা নতুন ফোন নিয়ে এল Realme। Realme X50 5G ও Realme X50 Pro 5G-র পরে বাজারে এল Realme X50m 5G।
Realme X50m 5G স্পেসিফিকেশন
✓ নতুন ফোনে থাকছে 5G কানেক্টিভিটি।
✓ Realme X50m 5G -তে Android 10 অপারেটিং সিস্টেম ।
✓ এই ফোনের ভিতরে Snapdragon 765G চিপসেট ব্যবহার হয়েছে।
✓ ফোনের পিছনে রয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ।
✓ 120Hz হোল-পাঞ্চ ডিসপ্লে ।
✓ সামনের ক্যামেরায় রয়েছে 48 সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল পোট্রেট ডেপ্ত সেন্সর।
✓ সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।
✓ কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS/ A-GPS, NFC ও USB Type-C পোর্ট।
✓ ফোনের ভিতরে রয়েছে 4,200 mAh ব্যাটারি।
✓ 30W ফাস্ট চার্জিং ও 8GB RAM ।
✓ আপাতত চিনে এই ফোন লঞ্চ করেছে Realme।
✓ Realme X50m 5G-র দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 21,500 টাকা) থেকে।
✓ 29 এপ্রিল চিনে এই ফোন বিক্রি শুরু হবে।