CBSE-র পথেই রাজ্য, ক্লাস এইট পর্যন্ত সবাই পাশ

CBSE-র পথেই রাজ্য, ক্লাস এইট পর্যন্ত সবাই পাশ

CBSE-র পথে হেঁটে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত কাউকে ফেল না করানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে পড়ুয়াদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে বৃহস্পতিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তবে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পরীক্ষা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই বিষয়ে এখনও আলোচনা চলছে। তবে আপাতত প্রযুক্তির সাহায্যে ক্লাস নেওয়ার চিন্তাভাবনায় জোর দেওয়া হচ্ছে।

Leave a Reply