28/10/2020

চিনা অ্যাপে নিষেধাজ্ঞার পর আজ জাতির উদ্দেশে বিকাল ৪ টেয় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

চিনা অ্যাপে নিষেধাজ্ঞার পর আজ জাতির উদ্দেশে বিকাল ৪ টেয় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সন্ধ্যা নাগাদ টিকটিক-সহ ৫৯ টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্র। তার ঘণ্টাখানেক পরেই জানানো হল, মঙ্গলবার বিকাল চারটেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার রাত ১০ টা ২০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফে একটি সংক্ষিপ্ত টুইটবার্তায় বলা হয়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামিকাল বিকেল চারটেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’

সেই টুইটের পরই মোদী কী বার্তা দেবেন, তা নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে। অনেকের মতে, সোমবার প্রথম ধাপ নিয়েছেন। মঙ্গলবার নিজের দ্বিতীয় তুরূপের তাস খেলবেন প্রধানমন্ত্রী।

চিন নিয়ে বিশেষ কোনও বার্তা দেবেন তিনি। যদিও সেই সম্ভাবনা খুব একটা দেখছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সীমান্তে ‘চোখ তুলে তাকানো’ প্রতিপক্ষের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেও এখনও পর্যন্ত একবারও মুখে চিনের নাম আনেননি মোদী।

মঙ্গলবারও সেই ছকেই কথা বলবেন মোদী। সরাসরি বিশেষ কোনও বার্তা দেবেন না বলেই মত বিশেষজ্ঞদের।