আসছে দুর্দান্ত ক্যামেরা, বিশাল ব্যাটারি নিয়ে Vivo Y50
আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Vivo। সম্প্রতি বাজারে এসেছে Vivo Y50। কম্বোডিয়ায় 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 11 এপ্রিল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোনের প্রি-অর্ডার চলবে। কম্বোডিয়ার বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি Vivo।
✓ 11 এপ্রিল পর্যন্ত 249 মার্কিন ডলার (প্রায় 18,950 টাকা) খরচ করে Vivo Y50 প্রি-অর্ডার করা যাবে।
✓ কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।
✓ 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
✓ Snapdragon 665 চিপসেট Vivo Y50।
✓ Vivo Y50-এর পিছনের ক্যামেরা 13+8+2+2 ।
✓ Vivo Y50-তে থাকছে 5,000 mAh ব্যাটারি।সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং।
✓ ফোনের সামনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে।