27/09/2020

আসছে দুর্দান্ত ক্যামেরা, বিশাল ব্যাটারি নিয়ে Vivo Y50

আসছে দুর্দান্ত ক্যামেরা, বিশাল ব্যাটারি নিয়ে Vivo Y50

আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Vivo। সম্প্রতি বাজারে এসেছে Vivo Y50। কম্বোডিয়ায় 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 11 এপ্রিল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোনের প্রি-অর্ডার চলবে। কম্বোডিয়ার বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি Vivo।

✓ 11 এপ্রিল পর্যন্ত 249 মার্কিন ডলার (প্রায় 18,950 টাকা) খরচ করে Vivo Y50 প্রি-অর্ডার করা যাবে।
✓ কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।
✓ 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
✓ Snapdragon 665 চিপসেট Vivo Y50।
✓ Vivo Y50-এর পিছনের ক্যামেরা 13+8+2+2 ।
✓ Vivo Y50-তে থাকছে 5,000 mAh ব্যাটারি।সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং।
✓ ফোনের সামনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে।

Leave a Reply